বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আতরখালী গ্রামের প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে সুজন হাওলাদার (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।
সুজন হাওলাদার ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ আগস্ট দুপুর ১২টার দিকে মেয়েটিকে ঘরে একা পেয়ে প্রতিবেশী সুজন হাওলাদার ধর্ষণ করে। এ সময় মেয়েটির বাবা বাড়িতে ফিরে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই ভিকটিমের বাবা বাদী হয়ে সুজনকে প্রধান আসামি করে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই বছরের ৩১ অক্টোবর উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি (নারী ও শিশু) আব্দুর রাজ্জাক খান। আসামিপক্ষে সিরাজুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।