Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোমবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল

রাঙামাটি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১১:৪৫ এএম

রাঙামাটি জেলা সংবাদদাতা : পার্বত্য কোটা চালুসহ আট দফা দাবিতে রাঙামাটিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

শনিবার বিকেলে সংগঠনের রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি মেডিকেল কলেজ ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু ও বিতর্কিত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬ অবিলম্বে বাতিল করাসহ পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নিয়মিত আট দফা দাবি আদায়ের লক্ষ্যে এ হরতালের ডাক দেওয়া হয়।

এছাড়াও বিজ্ঞপ্তিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামসুজ্জামান বাপ্পীকে হল থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জোর দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ