Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের নিপীড়নের প্রতিবাদ করাও কঠিন হয়ে পড়েছে -আমির খসরু মাহমুদ

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের নিপীড়ন-নির্যাতনে দেশে এখন প্রতিবাদ করাও কঠিন হয়ে পড়েছে। মন্ত্রী-এমপিরা দেশের বাইরে গেলেই তাদের প্রতিহত করছে প্রবাসীরা। গতকাল (শনিবার) নগরীর একটি হোটেলে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬, ‘নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ আলোচক ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা সৈয়দ ওয়াহিদুল আলম, প্রফেসর ডা. ফারহাদ হালিম ডোনার, বক্তব্য রাখেন মহানগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, মাহবুবুর রহমান শামীম, আব্দুল কাদের গণি চৌধুরী, ব্যারিস্টার কায়ছার কামাল, অধ্যাপক ড. আল মুজাদ্দী, প্রফেসর ড. মুহাম্মদ সাব্বির মোস্তফা খান, প্রফেসর ড. মঈনুল আহসান খান, এডভোকেট খোরশেদ আলম, এডভোকেট কবির চৌধুরী, শামশুল আলম, ব্যারিস্টার মীর হেলাল, আবু সুফিয়ান, প্রফেসর সিদ্দিক আহাম্মদ, ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান, এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, এডভোকেট বদরুল আনোয়ার, ডা. খুরশিদ জামিল, প্রফেসর নছুরুল কাদেরী, সাংবাদিক জাহেদুল করিম কচির প্রমুখ।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বাংলাদেশ নাগরিকত্ব আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ আইন নীতি নৈতিকতা পরিপন্থী। এ আইনের মাধ্যমে আমাদের দাসত্ব এবং এক দলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে সরকার। এ আইনের মাধ্যমে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।
বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, বর্তমান সরকার কোন আইন তৈরি করার ক্ষমতা রাখে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বার কাউন্সিলের সাবেক সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, পুরনো ধ্যান-ধারণার ভিত্তিতে এ কর্তৃত্ববাদী সরকার এ আইন তৈরি করেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, এর মাধ্যমে ভিন্ন মতাবলম্বীদের নাগরিকত্ব চ্যুত করতেই সরকার এ আইন করেছে।
মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, বিনা ভোটের সংসদ সদস্যদের মাধ্যমে কোন কালো আইন এদেশের জনগণ মানবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ