Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

বনদস্যু সুরত আলী অস্ত্র ও গুলিসহ আটক

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মংলা বন্দর সংবাদদাতা: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুরত আলীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) জোনাল কমান্ডার কাজি মেহেদী মাসুদ জানান, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা গহীন সুন্দরবনের নারকেলবাড়িয়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বাহিনী প্রধানসহ অন্যান্য সদস্যরা দ্রুত বনের মধ্যে পালিয়ে গেলেও অভিযানকারীদের হাতে ধরা পড়ে বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুরত আলী (৩১)।

এসময় আটক দস্যুর কাছ থেকে একটি একনালা বন্দুক ও দু’টি পাইপ গানের সরঞ্জামাদিসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক বনদস্যুর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা গ্রামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ