Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

আড়াইহাজারে স্কুলের প্রধান শিক্ষকের দুই হাত ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে একটি স্কুলের প্রধান শিক্ষককে রড দিয়ে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার গোপালদী পৌরসভার পাঠানেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আহত স্কুল শিক্ষকের নাম শাহজাহান (৪৯)। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কয়েকদিন আগে প্রধান শিক্ষক শাহজাহান তাদের কয়েকজন শিক্ষার্থীকে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে নগর ঢেউকাদি গ্রামের দেলোয়ার হোসেন ঘটনার দিন সকালে প্রধান শিক্ষক স্কুলে গেলে রড দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। এই ঘটনায় তাৎক্ষণিক স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীরা সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। আড়াইহাজার উপজেলা প্রথামিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন এই ঘটনায় জড়িত দেলোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শিক্ষক নেতা মোশাররফ হোসেন ও রাসেল মিয়া এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, দেলোয়ারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় গোটা উপজেলা শিক্ষক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি ধামাচাপা দিতে দেলোয়ার একটি মহলকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, দেলোয়ার পূর্বশক্রতার জের ধরে এই ঘটনা ঘটান। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ