Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাঁথিয়ায় স্কুলছাত্র হত্যা খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


সাঁথিয়া (পাবনা) উপজেলা সংবাদদাতা : সাঁথিয়ায় স্কুলছাত্রকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে  মানববন্ধন করেছে নিহতের সহপাঠী ছাত্রছাত্রীরা। গতকাল শনিবার সকালে উপজেলার আতাইাকুলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে প্রধান শিক্ষক আঃ সোবহানের পরিচালনায় শিক্ষক, ছাত্রছাত্রীরা খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি সম্মলিত ব্যানার, ফেস্টুন নিয়ে ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হাসান অভি’র খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনানো হয়। স্কুলছাত্র অভি হত্যার তীব্র প্রতিবাদ, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আঃ হাই শেখ, প্রধান শিক্ষক আঃ সোবহান, অভির বাবা ইমরান হোসেন বাবু, ইউপি সদস্য আঃ বাকি, ছাত্রলীগ নেতা আহসান হাবীব, দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, আঃ হান্নান প্রমুখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেন বাবুর ছেলে ও আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হাসান অভি (১৩)-কে নির্মমভাবে হত্যা করে পাবনা-ঢাকা মহাসড়কের পাশে শোলাবাড়িয়া মাঠের মধ্যে লাশ ফেলে রেখে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ