রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজারহাট (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : কুড়িগ্রামের রাজারহাট গাছের চারা লাগানোকে কেন্দ্র করে এক সংঘর্ষে গুরুতর আহত ৭ জনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার চাকির পশা ইউনিয়নের রতিরাম কমল ওঝাঁ গ্রামের আজকার আলী সাথে একই এলাকার ভূমিদস্যু নুর ইসলাম (৩৫), নুর মোহাম্মদ (২৮), হাসেন আলীর (৫৫) গংদের সাথে ৩০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার সকালে আজকার আলী ছেলেরা তাদের পৈতৃক সম্পত্তিতে গাছের চারারোপণ করতে গেলে ভূমিদস্যু নুর ইসলাম (৩৫), নুর মোহাম্মদ (২৮), হাসেন আলী (৫৫), রোস্তাম আলী (৪৫), নাছির উদ্দিন (৪০), খৈমুদ্দিন (৫০) গংরা তাদের উপর অতর্কিতভাবে হত্যার উদ্দেশে মারতে থাকে। এদের আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে ৭ জন আহত হয়। আহতরা হলেন- সাজু মিয়া (২৪), সহিদুল ইসলাম (৩৫), আব্দুস সাত্তার (৫০), রেজিয়া বেগম (৪২), মমতাজ বেগম (২৮), সাহেরা বেগম (৬০), একরামুল হক (২৭)। তারা রাজারহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।