Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কের কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

তাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে : লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নে উজিরভিটা আধুনগর রাজঘাটা সড়কে কার্পেটিং কাজে অনিয়ম চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। কাজে অনিয়মের কারণে উপজেলা নির্বাহী প্রকৌশলী বন্ধ করে দিয়েছেন নির্মাণ কাজ। জানা গেছে, উপজেলার আধুনগর লাতুরি পাড়া থেকে ডিসি রোড সংযোগ হালিস্যার ব্রিজ পর্যন্ত ৭শ’ কিলোমিটার এলজিডি কর্তৃক বরাদ্দকৃত এই সড়কের কাজটি নিয়মানুসারে টেন্ডার পেয়েছেন শিল্পী কন্সট্রাকশন। গত ২৭ ফেব্রæয়ারি থেকে সড়কটির কাজ শুরু হয়। কাজের অনিয়ম দেখে স্থানীয়রা কাজে বাধা দেন। বিষয়টি উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানতে পেরে তিনি সহকারী ইঞ্জিনিয়ার মিজানুর রহমানকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। কাজে অনিয়ম দেখে সহকারী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান তাৎক্ষণিক কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি বলেন, নি¤œমানের বিটুমিন দিয়ে কাজ হলে রাস্তাটির কার্পেটিং টেকসই হবে না। তাই কাজটি আপাতত বন্ধ করে দিয়েছিলাম। নিয়মবহিভর্‚তভাবে নি¤œমানের বিটুমিন দিয়ে এই সড়কের কাজ করতে দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বালুর সাথে নির্দিষ্ট পরিমাণ বিটুমিন থাকার কথা থাকলেও এখানে শুধু বালু দেখা যায়। বিটুমিনের কোনো হদিস নেই। উপজেলা নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, তারা টেন্ডার পেয়ে কাউকে না জানিয়ে গত সোমবার অনিয়ম করে কাজ শুরু করলে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরদিন আবার কাজ শুরু করতে চাইলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেন। গত বুধবার আবার তারা সড়কটির কাজ শুরু করতে চাইলে স্থানীয়রা উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ করেন। তিনি নিয়মবহিভর্‚তভাবে কাজ না করার নির্দেশ দেন। সড়কটির কাজ এখন বন্ধ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ