Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাইবান্ধা-১ আসনে উপনির্বাচন প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উপনির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। গত ২ মার্চ প্রতীক বরাদ্দের পরেই পোষ্টারে ছেয়ে গেছে উপজেলার সর্বত্রই। প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন। দিন-রাত সময় দিচ্ছেন মাঠে। ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ানসহ উপজেলার উন্নয়নের আশ^াস ব্যক্ত করছেন। তাদের সমর্থকরাও প্রচার-প্রচারণায় নির্বাচনী এলাকা সরগরম করে তুলেছেন। অটোরিক্সা, ইজিবাইক ও রিক্সায় মাইকেও প্রচারণা চালানো হচ্ছে। এ নির্বাচনে ৭ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করেছেন। এরা হলেন আওয়ামী লীগের মনোননীত গোলাম মোস্তফা আহমেদ (নৌকা), জাপার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), জাসদের এড. মোহাম্মদ আলী প্রামাণিক (মশাল), জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (বাই সাইকেল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ), এনপিপির জিয়া জামান খান (আম) ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন সরদার (আপেল)। নির্বাচন নিয়ে শহরের অলি-গলি, হাট-বাজার, চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনায় মুখর হয়ে উঠেছে ভোটাররা। সেই সাথে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র। প্রার্থীরা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। হিসাব-নিকাশ চলছে ভোটারের। দলীয় লোকজন স্ব-স্ব দলের দিকে ঝুঁকছে। প্রার্থীরা আরামের ঘুম হারাম করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তারা পথ সভাসহ ভোটারদের কাছে দোয়া কামনা করছেন। প্রার্থীদের স্ত্রী, সন্তান আত্মীয় স্বজনরাও বসে নেই। সবার আশা ভোটযুদ্ধে জিততেই হবে। ব্যবসায়ী ভোটারদের দোকানে গিয়েও ভোট প্রার্থনা করছেন তারা। শুধু তাই নয় মাঠে কর্মরত শ্রমিকদের কাছেও যাচ্ছেন ভোটের আশায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ