Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরায় ‘সুন্দরবন বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা ন্যাপ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচি চলাকালে জেলা ন্যাপের সভাপতি হায়দার আলি শান্তর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলি নুর খান বাবুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা দেশের সব জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘সুন্দরবন বিশ্ববিদ্যালয়’ নামে একটি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন সাতক্ষীরাবাসী দীর্ঘদিন লালন করছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা তা বাস্তবে রূপান্তরের স্বপ্নকে আরও গভীর করেছে। বক্তারা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরায় সুন্দরবন বিশ্ববিদ্যালয় নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ