Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক (এ.পি) ডা. সাইদুর রহমানের স্বেচ্ছাচারিতা ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারিরা। অফিসের কর্মকর্তা-কর্মচারিদের গালমন্দ করা, পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকি, মারধরের চেষ্টাসহ নানা অত্যাচারের অভিযোগ উঠেছে তার  বিরুদ্ধে। কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক  ডা. সাইদুর রহমানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত বছরের ২৩ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ও  প্রাণিসম্পদ অধিদপ্তর, সাভারের কৃত্রিম প্রজনন ও ঘাস উৎপাদনের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই অফিসের দশ কর্মকর্তা-কর্মচারি। অভিযোগের প্রেক্ষিতে গত বছরের ৫ ডিসেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ স্বপন কুমার পালের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত টিম কুমিল্লায় বিষয়টির তদন্ত করেন। তদন্তের পর সহকারী পরিচালকের দুই সহযোগী কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের এফ এ মো. মোবারক হোসেনকে মেঘনা উপজেলায় এবং হিসাবরক্ষক কাম-ক্যাশিয়ার মো. জয়নাল আবেদিনকে মাদারীপুর জেলা প্রাণিসম্পদ অফিসে বদলি করা হয়। ওইসব ঘটনার তদন্তের পর সহকারী পরিচালক ডা. সাইদুর রহমান অভিযোগকারীদের বিরুদ্ধে উঠেপড়ে লাগে। কারো কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে থানায় সাধারণ ডায়রি করেন। সহকারী পরিচালকের এমন আচরণ ও কর্মকাÐে ক্ষোভে ফুঁসে উঠছেন অফিসের কর্মকর্তা-কর্মচারিরা। তারা ওই কর্মকর্তার শাস্তিমূলক বিচার দাবি করেছেন। এ বিষয়ে ওই কর্মকর্তার বক্তব্য নেয়ার জন্য ফোনে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ