Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরিণাকুন্ডুতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ৫:২৮ পিএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের বিশ্বাসপাড়া থেকে সোহরাব হোসেন নামে এক সন্ত্রাসীকে র‌্যাব আটক করেছে। তিনি একই উপজেলার ভায়না গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব রঘুনাথপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের আলম বিশ্বাসের বাড়ি থেকে সোহরাবকে র‌্যাব দেশি তৈরি ওয়ান সুটার গানসহ আটক করে। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় মামলা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ