Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাগাছিয়ায় জনপ্রতিনিধিদের নেপথ্য মদদে রাতভর দেয়া হচ্ছে চোরাই গ্যাস সংযোগ

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : গ্যাস সঙ্কটের কারণে একদিকে সরকার গ্যাসের বিল বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করছে। অন্য দিকে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়ন এলাকায় চোরাই গ্যাস সংযোগ বাণিজ্যে মেতে উঠেছে একটি চক্র। ইউনিয়নের জনপ্রতিনিধিদের পরোক্ষ মদদে দীর্ঘ দিন ধরেই অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য জমজমাট হয়ে উঠেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান বিষয়টি জেনেও রহস্যজনক কারণে নীরব ভ‚মিকা পালন করছেন। চেয়ারম্যানের নীরবতায় কলাগাছিয়া ইউনিয়নজুড়ে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক পড়েছে। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া, নিশং, চর ঘারমোড়া, আদমপুর, কল্যানদী, জিওধরা ও নরপদী এলাকায় রাতের আধারে বিভিন্ন জনপ্রতিনিধির শেল্টারে প্রতিদিনই এসব গ্যাস সংযোগ দেয়া হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছেÑ গ্যাস চোর সিন্ডিকেটটি সন্ধ্যা থেকেই তাদের কার্যক্রম শুরু করে, সূর্য ওঠার আগেই তারা কাজ শেষ করে চলে যায়। গ্যাস চোরদের ব্যাপারে বন্দর থানা পুলিশকে অবহিত করার পরও কোনো প্রতিকার পাওয়া যায়নি। পুলিশ-জনপ্রতিনিধি মাসতুতো ভাই হয়ে এসব চোরাই গ্যাস সংযোগ কাজে প্রশ্রয় দেয়ায় অপরাধীরা বীরদর্পেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সচেতন মহলের দাবি, প্রশাসনের ঊর্ধ্বতন মহলের উচিত, এসব গ্যাস চোরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা। তাতে একদিকে যেমন গ্যাস চোররা সাবধান হয়ে যাবে, অন্য দিকে সরকারও মোটা অঙ্কের রাজস্ব পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ