বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার ঃ বিশেষ প্রেক্ষাপটে বিয়ের বয়সসীমা শিথিল করে আইনে সংশোধনী আনায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর ও ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। ‘বিশেষ প্রেক্ষাপটে’ মেয়েদের বিয়ের বয়সে ছাড়ের সরকারি সিদ্ধান্তকে বর্তমান সময়ের যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে গতকাল এক বিবৃৃতিতে তিনি বলেন, এই আইনের ফলে সমাজের অনেক অনাকাক্সিক্ষত ঘটনার সমাধান সম্ভব হবে। আমরা মনে করি, এটি সামাজিক অগ্রগতির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এতদিন বিয়ের বয়স নিয়ে এদেশের আলেম-উলামাদের যে দাবী ছিল এই আইনে তার অনেকখানি প্রতিফলন ঘটেছে। এজন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
বিবৃতিতে খেলাফতে ইসলামীর আমীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সমালোচনা করে বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যখন বিশেষ প্রেক্ষাপটে বিয়ের বয়সসীমা শিথিল করাকে ইতিবাচক হিসেবে দেখছে তখন তিনি ‘এই আইন বাংলাদেশের সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে’ বলে পাগলের প্রলাপ বকছেন। আমি বিএনপি মহাসচিবের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার আহŸান জানাচ্ছি। অন্যথায় বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে পড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।