Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাখালীতে ফটো সাংবাদিক নাঈম আহমেদের বাসায় চুরি

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মহাখালী এলাকায় ফটো সাংবাদিক নাঈম আহমেদ জুলহাসের বাসায় গতকাল শুক্রবার দুপুরে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ফ্ল্যাটের তালা ভেঙ্গে ২০ ভরির স্বর্ণালঙ্কার, ১লাখ ৭০ হাজার টাকা ও ১৩শত ডলারসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
নাঈম আহমেদ জানান, ক-৮৫/৭,মহাখালি দক্ষিণ পাড়া ৬তলা ভবনের দোতলার ফ্ল্যাটে সপরিবারে বসবাস করেন তিনি। গতকাল সকালে তার বাবা-মা উত্তরায় তাদের নির্মাণাধীন বাড়ি দেখতে যান। সস্ত্রীক তিনি যান শ্বশুরের খিলক্ষেতের বাসায়। বাসায় অবস্থান করা ছোট ভাই পলাশ দুপুরে নামাজ পড়তে স্থানীয় মসজিদে যায়। বাসায় ফিরে দেখেন ফ্ল্যাটের মেইন দরজার তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের সকল জিনিসপত্র এলোমেলো। অজ্ঞাত চোরেরা ওয়ার ড্রব ও স্টিলের আলমারির তালা ভেঙ্গে ফেলে। ল্যাপটপসহ অনেক মূল্যবান ভারী জিনিস থাকলেও চোরেরা সে গুলো নেয়নি। শুধুমাত্র স্বর্ণালঙ্কার, রৌপ্য ও ইউএস ডলার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বনানী থানার পরির্দশক ( তদন্ত) বোরহান উদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত উক্ত বাসায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা যায়নি চুরির মালামাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ