Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবহন শ্রমিক ধর্মঘটের সঙ্গে শাজাহান খানের কোনো সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। গতকাল শুক্রবার দুপুরে তেজগাঁও আদর্শ হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ধর্মঘটের নামে তান্ডবে নৌ মন্ত্রীর সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাজাহান খান একজন শ্রমিক নেতা। পরিবহন শ্রমিকদের নেতা হওয়ার কারণে তার বাসায় বৈঠক হতেই পারে। তবে ধর্মঘটের ডাক দেয়ার সিদ্ধান্তের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বরং তার নির্দেশেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত  মঙ্গল ও বুধবার দেশব্যাপী পরিবহন ধর্মঘটের নামে ব্যাপক তান্ডব চালায় শ্রমিকরা। রাজধানীর গাবতলীতে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের রেকার ও পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় তারা। দুই দিন ধর্মঘটে রাস্তাঘাট অবরোধ করে ব্যাপক গাড়িও ভাংচুর করা হয়।
একজন মন্ত্রীর উস্কানী ও নির্দেশনায় শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের মদদ ছিলো এ তান্ডবে এমন অভিযোগ উঠে। বিশেষ করে শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের  বাসায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ কয়েকজন শীর্ষ শ্রমিক নেতাদের নির্দেশনায় ধর্মঘটের নামে শ্রমিকরা তাÐব চালিয়েছে বলে অভিযোগ উঠে। ওই ধর্মঘটে পুলিশের উপর হামলা চালাতে গিয়ে গুলিতে আহত এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার পর বুধবার দুপুরে মন্ত্রী পর্যায়ে বৈঠকের পর নৌমন্ত্রী শাজাহান খানের ঘোষণার পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়।  দুই দিনের এ তাÐবে দেশবাসী চরম ভোগান্তির শিকার হন। পুলিশের উপর হামলা ও আগুনের ঘটনায় ৩ টি মামলায় ১২ শ’র বেশি লোককে আসামী করে মামলা দায়ের করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ