Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ : এক ডাকাত আটক ৩ পুলিশ আহত

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকা-আরিচা মহসড়কের পাশে ধামরাইয়ের থানা রোডে শুক্রবার রাতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল লুটের চেষ্টাকালে ডাকাতদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়েছে। গুলি বিনিময় কালে থানার সেকেন্ড অফিসারসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় ডাকাতিকাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি হাইড্রোলিক কাটারসহ উদ্ধারসহ এক ডাকাতকে আটক করা হয়েছে।
জানা গেছে, ঢাকা-আরিচা মহসড়কের পাশে ধামরাই পৌর এলাকার থানা রোডের শামীম রহমানের মালিকাধীন তৌহিদ এন্টারপ্রাইজ(রড সিমেন্ট) বিক্রয় প্রতিষ্ঠানে শুক্রবার রাত ৩টার দিকে ৭-৮জনের একদল ডাকাত ওই প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে মালামাল মালামাল লুট করে ট্রাকে তুলছিল। এ সময় টহলরত থানার সেকেন্ড অফিসার এস এম আলম বিষয়টি টের পেয়ে ধাওয়া করে। এসময় পুলিশ ডাকাতদের লক্ষকরে ৮রাউন্ড গুলি করে। পরে ট্রাকসহ এক ডাকাত আটক করতে সক্ষম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ