Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল সীমান্তে হুন্ডির প্রায় ৩০ হাজার ডলার জব্দ

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ২৯ হাজার ৯শ’ মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় পুটখালী সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালিয়ে হুন্ডির ওই মার্কিন ডলার উদ্ধার করা হয়।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফ হোসেন জানান, গোপন খবর আসে একজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা (মার্কিন ডলার) নিয়ে পুটখালী সীমান্তের চারা বটতলা এলাকার মাঠের মধ্যদিয়ে সাইকেল চালিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এ সময় বিজিবি সদস্যরা অভিযান চালালে পাচারকারী তার সাইকেল ও একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটটি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ২৯ হাজার ৯শ’ মার্কিন ডলার জব্দ করা হয়।
জব্দ হওয়া ডলার শুক্রবার বিকেলে বেনাপোল কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ