Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলা আহত ৪

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলা দৌলতপুর ইউনিয়নের পশ্চিম কাউয়াদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মোজাম্মেল হক সরকারের চার সন্তানের ওপর দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে আহত করেছে। মামলা ও এলকা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে মুক্তিযোদ্ধা মোজ্জামেল হকের স্ত্রী মোসাঃ সুরিয়া বেগমসহ চার জন একটি সিএনজি দিয়ে দাউদকান্দির বাড়াগাঁও গ্রামে যাওয়ার পথে দাউদকান্দি-মতলব সড়কের ভাউরিয়ায় ওৎপেতে থাকা ওমর মিয়াজীর নেতৃত্বে ৮/১০ জন দুষ্কৃতকারীরা সিএনজি থামিয়ে তাদের উপর এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র, হকিস্টিক, লাঠি নিয়ে হামলা চালিয়ে মারধরসহ তাদের পড়নের কাপড় ছিড়ে ফেলে এতে চার জন গুরুত্বর আহত হয়। আহতরা হলেন মোসাঃ সুরিয়া বেগম, রিনা আক্তার, রুবেল সরকার, কাকলী আক্তার, তাদের স্বর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা পরনে থাকা স্বর্ণের জিনিস, মোবাইল সেট, নগদ টাকা নিয়ে পালিয়ে যায় আহতদের স্থানীয় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মোজাম্মেল হকের বড় মেয়ে রিনা আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ১০ জনকে আসামী করে হামলা ও নির্যাতনের একটি মামলা দায়ের করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ