Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় বিগত এক দশকের মধ্যে আলুর সর্বোচ্চ উৎপাদন

এ বছর হেক্টরপ্রতি ২৮ থেকে ৩০ টন উৎপাদন

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আবদুল ওয়াজেদ কচি, সাতক্ষীরা থেকে : আলু চাষে বাম্পার উৎপাদন হয়েছে সাতক্ষীরা জেলাতে। হেক্টর প্রতি ২৮ থেকে ৩০ মেট্রিকটন পর্যন্ত উৎপাদন করেছে চাষিরা। যা বিগত এক দশকের মধ্যে সর্বোচ্চ উৎপাদন বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। তাছাড়া শুরু থেকে বাজারে আলু দামও ভালো পাওয়া যাচ্ছে বলে জানান কৃষকরা। সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সবজি চাষি নবদ্বীপ কুমার মÐল জানান, চলতি মৌসুমে ২ বিঘা পরিমাণ জমিতে কাঠিলাল জাতের আলু চাষ করেন। ইতিমধ্যে তার ক্ষেতের উত্তোলন করা হয়ে গেছে। এবার ২ বিঘা জমিতে তার সাড়ে ৮ মেট্রিকটন আলু উৎপাদন হয়েছে। কৃষক নবদ্বীপ আরো জানান, জমি চাষ, বীজ রোপণ, সেচ ও সার-কীটনাশক দিয়ে ২ বিঘা জমির আলু চাষে তার খরচ হয়েছে ৩৬ হাজার টাকা। আর উৎপাদিত আলু এপর্যন্ত বিক্রি করেছেন ৭০ হাজার টাকা। এখনো প্রায় যে পরিমাণ আলু মজুত রয়েছে তা বিক্রি করলে আরো অন্তত ৩০ থেকে ৩২ হাজার টাকা হবে বলে জানান তিনি। এ কৃষক আরো জানান, বিগত ৮/১০ বছরের মধ্যে আলু চাষে চলতি মৌসুমে সবচেয়ে ভালো উৎপাদন হয়েছে তার। একই গ্রামের আরেক কৃষক আবু বকর সিদ্দিক জানান, অন্যান্য ফসলের পাশাপাশি দেড় বিঘা জমিতে ডায়মন্ড জাতের গোল আলু চাষ করেছেন তিনি। দেড় বিঘা জমির আলু উৎপাদনে এ পর্যন্ত প্রায় ২৮ হাজার টাকার মতো খরচ হয়েছে তার। তিনি আরো বলেন, এ পর্যন্ত এক বিঘা জমির আলু উত্তোল করে প্রায় ৪৫ হাজার টাকা বিক্রি করেছেন। এখনো পর্যন্ত ক্ষেতে যে পরিমাণ আলু রয়েছে তা আরো ২২ থেকে ২৫ হাজার বিক্রি হবে বলে জানান তিনি। সাতক্ষীরা জেলা কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রওশন আলী জানান, বিপুল পরিমাণ আলু উঠছে বাজারে। মৌসুমের শুরু থেকে প্রতি কেজি আলর দাম পেয়েছে কৃষক ২৮ থেকে ৩০ টাকা পর্যন্ত। তবে গত একপক্ষকাল যাবত আলুর দাম বেশ কমে গেছে বাজারে। এদিকে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি ২০১৬-১৭ মৌসুমে সাতক্ষীরার সাতটি উপজেলাতে আলু চাষ করা হয়েছে ৩ হাজার ৪৭০ হেক্টর পরিমাণ জমিতে। এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলাতে ৭৩০ হেক্টর, কলারোয়ায় ১০০ হেক্টর, তালায় ১ হাজার ১১০ হেক্টর, দেবহাটায় ২৮৫ হেক্টর, কালিগঞ্জে ৭৬৫ হেক্টর, আশাশুনিতে ১০০ হেক্টর এবং শ্যামনগরে ৩৮০ হেক্টর। এরমধ্যে সবচেয়ে বেশি পরিমাণ গোল আলু চাষ হয়েছে সাতক্ষীরার তালা উপজেলাতে। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজি আব্দুল মান্নান জানান, স্বল্প সময়ের খুবই লাভজনক একটি ফসল হচ্ছে গোল আলু চাষ। এ ফসলটি চলতি মৌসুমে সাতক্ষীরা জেলাতে বাম্পার উৎপাদন হয়েছে। হেক্টর প্রতি ২৮ থেকে ৩০ মেট্রিকটন পর্যন্ত উৎপাদন করেছে কৃষকরা। যা বিগত ১০/১২ বছরের মধ্যে সর্বোচ্চ উৎপাদন বলে জানিয়েছে জেলার কৃষকরা। তিনি আরো বলেন, এবার ডায়মন্ড, কাঠিলাল ও স্থানীয় জাতের গোল আলু চাষ করেছেন কৃষকরা। তবে হঠাৎ আলুর বাজার দর কিছুটা কমে গেছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ