Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যার হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : বোয়ালখালীতে প্রতিপক্ষের উপর্যুপরি হামলায় এক মহিলাসহ ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা করায় আসামি পক্ষ বাদীকে হত্যা ও অপহরণের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পূর্ব আমুচিয়া হাজী আশরাফুজ্জমানের বাড়ির জনৈক মো. সামশুদ্দীনের স্ত্রী ও মামলার বাদী সায়েরা বেগমের অভিযোগ সূত্রে জানা যায়, গত সপ্তাহে বাদী ও তার পুত্রদ্বয় স্থানীয় উত্তর করলডেঙ্গা প্রাইমারি স্কুলের পশ্চিমে তাদের নিজস্ব সম্পত্তি দেখাশুনার জন্য যাওয়ার সময় সেখানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা লাটিসোটা ও ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে বাদী সায়েরা বেগম নিজে ও তার দু’পুত্র যথাক্রমে মো. জামশেদ, এরশাদ এবং দেবর পুত্র বাদশা আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত জামশেদকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বাদী পক্ষের দাবি আসামিরা ঘটনার সময় বাদীর শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা ও মূল্যবান মোবাইল চিনতাই করে। এ ঘটনায় সায়েরা বেগম বাদী হয়ে পরদিন ২৪ ফেব্রæয়ারি সফিউল আজম সিকদার, মো. মোবিন, আরিফ আলী সিকদার, মো. এরশাদ, মো. লেয়াকত উল্লাহ, মো. হারুন, মো. সোহেল ও মো. জসিমসহ সুনিদিষ্ট ৮ জন এবং অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। এতে আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে বাদীকে মামলা তুলে নেয়ার জন্য অনবরত হুমকি দিয়ে যাচ্ছে, অন্যতায় বাদী ও তার পুত্রদের তুলে নিয়ে জানে শেষ করে দেবে বলে সাশিয়ে যাচ্ছে বলে বাদী সায়েরা বেগম জানায়। যে কারণে বাদী সায়েরা বেগমকে এখন আসামি পক্ষের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এ ব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দিন চৌধুরী জানান, মামলা দায়ের হয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। দোষ করলে কেউ পাড় পাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ