রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : লোহাগড়া উপজেলার চর মঙ্গলহাটা গ্রামে দুর্বৃত্তরা হামলা চালিয়ে রফিকুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসকসহ পরিবারের চারজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতদের লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউপির চর মঙ্গলহাটা গ্রামের পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের বাড়ির বারান্দার লোহার গেটের তালা ভেঙে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাকে ডাক দেয়। এ সময় রফিকুল ঘরের দরজা খুলে বের হওয়া মাত্রই দুর্বৃত্তরা তাকে ছ্যানদা দিয়ে এলোপাতাড়িভাবে কুপাতে থাকে। ঠেকাতে গেলে দুর্বৃত্তরা রফিকুলের স্ত্রী রিমা খানম, ছেলে অনিক এবং মেয়ে ঋতু খানমকেও কুপিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বত্তরা নবগঙ্গা নদী পার হয়ে পালিয়ে যাওয়ার সময় পার্শ¦বর্তী খলিশাখালী গ্রামের লোকজন জামাকাপড়ে রক্ত দেখে দুইজনকে ধরে থানায় সোপর্দ করে। ধৃতরা হলো- মঙ্গলহাটা গ্রামের রবিউল শেখ এবং কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের নজরুল শেখ। এদিকে গ্রামবাসী আহতদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে অনিক ও রিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, প্রায় এক বছর আগে একইভাবে ওই পল্লী চিকিৎসক রফিকুলকে কুপিয়ে জখম করা হয়। রফিকুলের স্ত্রী রিমা খানম জানান, আমার স্বামীসহ পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে পল্লী চিকিৎসকসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা হয়েছে । এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।