Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈকত পরিচ্ছন্নতায় ইউপি চেয়ারম্যানের উদ্যোগ

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সৈকত পরিচ্ছন্নতা কাজে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আনোয়ারায় পারকি সমুদ সৈকতে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্যোগ নেয়া হয়েছে। চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ এ উদ্যোগ নেন। গত মঙ্গলবার থেকে বেতনভোগী ৫ জন শ্রমিক সৈকতে পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন। আগামী এক সপ্তাহ পর্যন্ত সৈকতজুড়ে চলবে পরিচ্ছন্নতার এ কাজ। সমুদ্র সৈকতে এ যেন এক অভাবনীয় দৃশ্য। সরেজমিন দেখা যায়, সৈকত পরিষ্কার করছে স্থানীয় ৫ জন শ্রমিক। আনন্দ-উদ্দীপনায় তাদের সঙ্গে যোগ দিয়েছেন উদ্যোক্তা নিজেই। সেই সাথে স্থানীয় কয়েকজন যুবকও স্বেচ্ছায় এ কাজে অংশ নেন। দৃশ্যটি দেখে সৈকতের পর্যটকরা অবাক। সবাই যেন এ কাজে বেশ মজাই পাচ্ছেন এমনটি জানালেন পরিচ্ছন্নতা কাজে স্বেচ্ছায় অংশ নেয়া যুবক নুর কাইয়ুম। তিনি বলেন, ‘সবচেয়ে অবাক হচ্ছি ময়লার পরিমাণ দেখে। এই পরিমাণ ময়লা আমরা সৈকতে ফেলি, ভাবতেই পারিনি!’ চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্। তিনি জানান, ‘আমরা সৈকতে যেসব ময়লা-আবর্জনা ফেলি তা কিন্তু সমুদ্রে চলে যায়। আর এতে সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে পড়ে। তাছাড়া সমুদ্র সৈকত পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ