Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

তানোরে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রণয়নে অনিয়ম

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেণি কক্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিষ্ঠান প্রধান অভিযোগ করে বলেন, রাজনৈতিক বিবেচনা ও অবৈধ সুবিধার বিনিময়ে তালিকা প্রণয়ন করা হয়েছে। জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে তানোরে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে গঠিত মূল্যায়ন কমিটির সদস্যগণ বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান যাচাই-বাছাই করে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠদের মনোনীত করে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রেরণ করেছেন। তানোরে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত হয়েছেন তানোর এ কে সরকার বিশ্ববিদ্যায় কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড, আব্দুল মতিন, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত করা হয়েছেন আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দীন, মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মনোনীত হয়েছেন গোকুলমথুরা দাখিল মাদরাসার সুপার আব্দুল হামিদ, মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত হয়েছেন মুন্ডুমালা কামিল মাদরাসার জীব বিজ্ঞান বিভাগের সহকারী প্রভাষক ড, এএম মাহাবুর রহমান, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত হয়েছেন কোয়েল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনারুল ইসলাম, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছেন কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ও মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান মনোনীত হয়েছেন চাপড়া উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারি ও শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রæপ মনোনীত হয়েছে তানোর এ কে সরকার বিশ্ববিদ্যালয় কলেজ রোভার স্কাউট গ্রæপ। নাম প্রকাশে অনিচ্ছুক তানোর কলেজের এক প্রভাষক বলেন, তানোরের ঐতিহবাহী তালন্দ লোলিত মোহন ডিগ্রি কলেজ একবার বিভাগ শ্রেষ্ঠ কলেজ হয়েছে। এছাড়াও তাদের সু-বিশাল ক্যাম্পাস, প্রয়োজনীয় অবকাঠামো, জনবল, উন্নত পাঠদান ব্যবস্থা ও মনোরম পরিবেশ থাকার পরেও কোনো বিভাগেই তাদের নাম না থাকায় এই তালিক নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি আরো বলেন, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের উন্নত পাঠদান ব্যবস্থা, পাবলিক পরীক্ষার ভালো ফলাফল, মনোরম পরিবেশ থাকার পরেও, অজ্ঞাত কারণে তাদের বাদ রেখে ঘিঞ্জি পরিবেশে অবস্থিত চাপড়া উচ্চ বিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান মনোনীত করায় তালিকা প্রণয়ন নিয়ে শিক্ষকের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তানোর উপজেলা শিক্ষা অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সরেজমিন অনুসন্ধান করলেই তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যাবে। এ ব্যাপারে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতি বছরের মতো এবারো উপজেলা যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তাদের মনোনীত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ