Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্বসীনের চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : এগার বছরের চঞ্চল কিশোর ত্বসীন। যে বয়সে পড়াশুনা ও খেলাধুলায় মেতে থাকার কথা। সে বয়সে জটিল রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় ছটফট করছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ খসরুর অধীনে চিকিৎসাধীন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ত্বসীনের জটিল সমস্যা দেখা দিয়েছে, তার কোমরের নিচের অংশ অবশ হয়ে গেছে, তাকে সুস্থ করতে দীর্ঘমেয়াদি উন্নত চিকিৎসা জরুরি। এতে প্রায় ৭ লাখ টাকার প্রয়োজন।
পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই গ্রামের দরিদ্র হারুন অর রশীদের ছেলে আবদুল হাদী ত্বসীন (১১)। সে হেফজখানার মেধাবী ছাত্র। তার সাতপারা পবিত্র কুরআন হেফজ হয়েছে, হঠাৎ একদিন তার এই জটিল সমস্যা দেখা দেয়। ত্বসীনের বাবা নিজেও অসুস্থ। তাই বর্তমানে বেকার। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তার ওপর ছেলে অসুস্থ। নিকট স্বজন ও প্রতিবেশীর কাছে ধারদেনা করে এতদিন চিকিৎসা চালিয়ে আসছেন। বাবার পক্ষে আর চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট ছেলের চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
হারুন অর রশীদ
হিসাব নং-২০৫০২৬৭০২০১৬৭৯৫১২
ইসলামী ব্যাংক, মোহাম্মদপুর কৃষি মার্কেট শাখা, ঢাকা।
মোবাইল : ০১৭১৯৪৪১২৪১ (বিকাশ)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ