Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ৫

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ৩:৪৬ পিএম

খুলনা ব্যুরো : অভিযান চালিয়ে খুলনার বটিয়াঘাটা উপজেলার থেকে মানবতা বিরোধী অপরাধ মামলার পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাওঘরা গ্রামের আফসার আলী শেখের ছেলে আশরাফ শেখ, চরখালি মাছালিয়া গ্রামের এমদাদ আলী হাওলাদারের ছেলে আমজাদ হোসেন হাওলাদার, সুন্দরমহল গ্রামের হাসান শেখের ছেলে আতিয়ার শেখ, কিসমত লক্ষিখোলা গ্রামের রহমতউল্লার ছেলে মোতাচ্ছিন বিল্লাহ ও বিরেট গ্রামের দবিরউদ্দিন গোলদারের ছেলে কামালউদ্দিন গোলদার।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার মামলায় গ্রেপ্তারের পর যাচাই বাছাই করে জানা যায় এরা সবাই মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ