Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

উল্লাপাড়ায় ট্রাক-অটো ভ্যানের সংঘর্ষে নিহত ২ আহত ৩

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ২:১৫ পিএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার সকালে বগুড়া-নগরবাড়ি সড়কের উপজেলার শ্রীকোলা কবরস্থানের নিকট ট্রাক-অটো ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অটো ভ্যানের অপর ৩ যাত্রী আহত হয়েছে। নিহতরা হলো- উপজেলার পূর্বদেলুয়া গ্রামের রনজিত সরকারের ছেলে আকাশ সরকার (১৩) ও একই গ্রামের শীতল প্রামানিকের ছেলে সাইফুল ইসলাম (২৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে পূর্বদেলুয়া থেকে একটি অটো ভ্যান ৫ জন যাত্রী নিয়ে উল্লাপাড়ায় আসার পথে শ্রীকোলা কবরস্থানের নিকট নগরবাড়িগামী একটি পাথর বোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে অটো ভ্যানের উপর দিয়ে উঠে যায়। এ সময় অটো ভ্যানের ২ জন যাত্রী ট্রাকের চাকায় পিষ্ট হয় এবং দুর্ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অপর ৩ যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ