পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : জুতা উৎপাদনে বিশ্বের অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যকে ২০১৭ সালের ‘বর্ষপণ্য’ ঘোষণা বিষয়ক সংবাদ সম্মেলনে গত রোববার এ তথ্য জানানো হয়। ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০১৬-এর প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এক বছরে ৩৫ কোটি জোড়া জুতা তৈরি করেছে বাংলাদেশ। উৎপাদনের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী ১০ বছরে চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যের বাজারে বিশ্ব অর্থনীতিতে অন্যতম প্রতিযোগী দেশ হবে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রফতানি পণ্য বহুমুখীকরণ ও বাজার স¤প্রসারণ, শিল্পায়ন উৎসাহিতকরণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণের লক্ষ্যে প্রতিবছর রফতানিযোগ্য সম্ভাবনাময় পণ্যকে ‘বর্ষপণ্য’ ঘোষণার বিধান রয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যকে ২০১৭ সালের ‘বর্ষপণ্য’ ঘোষণা করেছেন। ২০১৫-১৬ অর্থবছরে চামড়াজাত পণ্য রফতানি করে ১১৬ কোটি ৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার আয় হয়েছে। দেশের দ্বিতীয় রফতানি খাত হিসেবে চামড়াজাত খাত ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে। -ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।