Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোকানপাট বন্ধ রেখে আড়াই ঘণ্টা মানববন্ধন

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা  : হবিগঞ্জের চুনারুঘাট বাজারের দুই রড-সিমেন্ট ব্যবসায়ীকে হাতকড়া পড়িয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করার প্রতিবাদে ও উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধন রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীসহ সকল শ্রেণির মানুষ। স্থানীয় মধ্যবাজারে চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাকস সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবুল হোসেন আকল মিয়া। বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক এস এম সুলতান খান, খন্দকার আলাউদ্দিন, ছাত্রলীগের সাবেক সেক্রেটারী সাইফুল আলম রুবেল, আলহাজ কামাল উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা ইউএনওর ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ