রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার উপজেলার ১ হাজার ৪৬০ জন মেধাবী শিক্ষার্থীকে পৃথকভাবে বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করেছে মারুফ শারমিন স্মৃতি সংস্থা এবং স্বদেশ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মারুফ শারমিন স্মৃতি সংস্থা ও হাজী মোঃ এখলাছ উদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ লায়ন মোজাম্মেল হক ভূইয়ার সভাপতিত্বে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব হাজী এখলাছউদ্দিন ভুইয়া স্কুল এন্ড কলেজ মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেয়া হয়। হাজী এখলাছউদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজ মাঠে মারুফ শারমিন স্মৃতি সংস্থার উদ্যোগে সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার, রূপগঞ্জসহ ৪টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনসহ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮১০ জন মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক অনুদান, সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। অপরদিকে, একই মাঠে স্বদেশ কিন্ডারগার্টেন ওয়েলফার এসোসিয়েশনের উদ্যোগে ৪৪টি কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান, সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট, গবেষক, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ লায়ন মীর আব্দুল আলীম, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, লায়ন মোজ্জাম্মেল হক ভূইয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ শহিদুল্লাহ ভুইয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।