Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জব্দ তালিকার সাক্ষীর কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে আলোচিত ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় জব্দ তালিকার ১নং সাক্ষী আজহারুল ইসলাম কফিলের কাছ থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার ৭ দিনের রিমান্ড চেয়ে আজহারুল ইসলাম কফিলকে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে রিমান্ডের শুনানী আগামী ৫ মার্চ হবে বলে বিশেষ সূত্রে জানা জানা গেছে। আজহারুল ইসলাম কফিল বড় চন্দ্রাইল গ্রামের তুলা মুন্সির ছেলে। সে শ্রমিক লীগের কার্মী বলে জানা গেছে। জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারী রাতে উপজেলার বড়চন্দ্রাইল দক্ষিণপাড়া এলাকায় ঈদগাঁ রাস্তা দিয়ে মাদকের একটি বড় চালান নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিক্তিতে থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ রিজাউল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা, পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ আবুল বাশার, এস আই মাসুদুর রহমান,এস আই অপূর্ব দাস, এসআই, শাহীনুল ইসলাম, এসআই নাজমুল হককে নিয়ে রাতেই ওই এলাকায়  ঘন্টাব্যাপী অভিযান চালায়। এর পূর্বেই ওই এলাকার কতিপয় ব্যক্তি মাদক পাচারকারীদের আটক করে। পরে মাদকের চালান জব্দ করে তাদের ছেড়ে দেয়। এ ঘটনায় থানার এসআই মাসুদুর রহমান বাদী হয়ে ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ আবুল বাশার ওই এলাকায় সোর্স নিয়োগ করে এক পর্যায়ে জানতে পারে ১নং সাক্ষী আজহারুল ইসলাম কফিলের কাছে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি আছে। পরে তদন্তকারী কর্মকর্তা কফিলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি মোতাবেক চন্দ্রাইল এলাকায় বালুর মাঠের এক খড়ের গাদার ভেতর থেকে ১৬ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। এ নিয়ে উদ্ধার হলো ৭৬ হাজার  পিস ইয়াবা বড়ি। এ ঘটনায় ওই মামলার তদন্তকারী কর্মকর্তা নিজেই বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ