Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী জেলা সদরের উড়াকান্দা বাজার এলাকা থেকে বুধবার দিবাগত রাতে অস্ত্র ও গুলিসহ চার হত্যা মামলার আসামি সেলিম প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেলিম প্রামাণিক উড়াকান্দা এলাকার আক্কাছ প্রামাণিকের ছেলে। রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা বাজার এলাকা থেকে চরমপন্থী এনবিআর দলের সদস্য ও চার টি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সেলিম কে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে তার কাছে থাকা একটি দেশীয় তৈরি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বেগম রোকেয়া স্মরণে র‌্যালি ও আলোচনা সভা
রাজবাড়ী পৌরসভার উদ্যোগে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে রাজবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে পৌরসভা কার্যালয়ে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তৃতা করেন পৌরসভার প্যানেল মেয়ল শেখর চক্রবর্তী, রাজবাড়ী পৌরসভার সচিব মোঃ হেমায়েত হোসেন, আলমগীর শেখ তীতু, মরিয়ম কাজী, রাজবাড়ী পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন প্রমুখ। বক্তারা এ সময় নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার জীবনী তুলে ধরে বক্তৃতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ