Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমিহীনদের উপর সন্ত্রাসী হামলায় আহত ১০

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় ভূমিহীনদের ২৪০ বিঘা জমি ভূমিদস্যু বশির আহমেদের দখলে থাকা জমি দখলে নিয়েছে ভূমিহীনরা। গত বুধবার সকালে ভূমিহীনরা উক্ত জমি দখলে নিলে বুধবার গভীর রাতে পুলিশ ও ভূমিদস্যু বশিরের সন্ত্রাসী বাহিনী ভূমিহীনদের উপর তা-ব চালায়। এতে ভূমিহীন নারী পুরুষসহ ৮ থেকে ১০ জান আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বাড়তি পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশাশুনি উপজেলার শোভনালি ইউনিয়নের হাজীপুর ভূমিহীন এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন মিলন গাজী, ওবায়াদুল, সাইফুল, রমজান আলী, ফরিদা খাতুন ও স্বরবানু বিবি। আহত মিলন গাজী জানান, হাজীপুরে ২৪০ বিঘা জমি ভূমিহীনদের মধ্যে সরকার বন্টন করে। সেখানে ভূমিহীনরা দীর্ঘদিন উঠতে পারেনা। ভূমিদস্যু বশির জোরপূর্বক উক্ত জমি জবরদখল করে ভোগদখল করে। গতকাল ভূমিহীনরা উক্ত জমি দখলে নেয়। এরপর গভীর রাতে ভূমিদস্যু বশিরের সন্ত্রাসী বাহিনী নিয়ে ভূমিহীনদের উপর হামলা করে। তাদের ঘর বাড়ি জালিয়ে দেয়। এবং ভূমিহীনদের হামলা করে ৮/১০ জন নারী পুরুষকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান, থানায় রাতে মামলা হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে  আহসান, আলমগীর ও বৈদ্যনাথকে গ্রেফতার করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রেণে রয়েছে। আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় সেজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে। পুলিশ ও ভূমিদস্যু বশির আহমেদের সন্ত্রাসী বাহিনী একত্রিত হয়ে ভূমিহীরদের উপর হামলা চালিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বশির আহমেদের পক্ষ থেকে মামলা করা হলে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ভূমিহীনরা থানায় কোন অভিযোগ দেয়নি বলে ওসি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ