Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফলনে গত ১০ বছরের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

আদমদীঘিতে আম গাছে মুকুলের সমারোহ

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মো. মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) থেকে : বগুড়ার আদমদীঘিতে এবছর আমগাছে ব্যাপক মুকুলের সমারোহ দেখা দিয়েছে। আমের মুকুলের মৌ মৌ গন্ধে এখন চারদিক গাছের ডালে ডালে সোনালি মকুলগুলো যেন উজ্জ¦ল রোদের মতোই হাসছে। আমের মুকুল কেবল গাছেই ছেয়ে যায়নি, ছুঁয়ে গেছে চাষিদের হৃদয়ও। নতুন বাগান তৈরি, পরিচর্যা আর আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ উপজেলায় বাড়ছে আমের উৎপাদন। আমগাছগুলোতে ফাল্গুন মাসের প্রথমদিক থেকেই প্রচুর কুঁড়ি এবং মুকুলের সমারোহ হয়। গাছে গাছে ফোটা মুকুল বর্তমানে গুটিতে রূপান্তরিত হতে শুরু করেছে। এবার গাছে গাছে ব্যাপক মুকুলের সমারোহ দেখা যাওয়ায় আমের বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরে গাছে গাছে মুকুলের সমারোহ দেখে বাগান মালিক ও ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছে। আবহাওয়া অনুকূলে থাকলে তারা লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন। আমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  চাষিরা ও বাগান মালিকরা রুটিন মাফিক গাছের কীটনাশক ¯েপ্র করাসহ পরিচর্যার কাজে ব্যস্ত। স্থানীয় আমচাষিরা জানান, গাছে গাছে এতবেশি মুকুল দেখা দিয়েছে তাতে চলতি বছর আমের ফলন গত ১০ বছরের ফলনকে ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান আমবাগান লাভজনক হওয়ার ফলে কৃষকরা পুরনো আম বাগানের পাশাপাশি পতিত জায়গা ছাড়াও ফসলের আবাদি জমিতেও এবার অনেক উদ্যোক্তা আমবাগান তৈরি করেছেন। এককভাবে আমবাগান তৈরি ছাড়াও অনেক কৃষক আবাদি জমিতে সাথী ফসল হিসাবে আম গাছ লাগিয়েছেন। এবার ফজলি আম রূপালি গাছে বেশি মুকুল ফুটেছে। এছাড়া দেশীয় উন্নত জাতের ল্যাংড়া, খিরসাপাতি, গোপালভোগ, লক্ষণভোগ, গাছে মুকুল আসতে শুরু করেছে। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কামারুজ্জামান জানান, এ উপজেলাতে এবার আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের চেয়ে এবছর আমের চাষ যেমন বেশি হয়েছে তেমনি আমগাছে মুকুলও এসেছে বেশি। বাগানগুলোতে দেখা গেছে ৯০ শতাংশ গাছে মুকুল এসেছে। অনুকূল আবহাওয়া এবং কৃষকরা আমবাগানের পরিচর্যায় যতœবান হওয়ায় এ উপজেলায় আমের উৎপাদন সংখ্যা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ