বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। যাতে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, বর্তমান সরকার সবকিছু থেকে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। এর দায় সাধারণ জনগণের ওপর চাপাচ্ছে।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি আব্দুর রহমান, ইফতেখার রহমান, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা পবন, পরিমল চন্দ্র, ফারুকুল ইসলাম, আবুল বাসার, সাইফুল হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।