বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতাকে জুনিয়র কর্মীদের কর্তৃক পেটানোকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম-সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের সমর্থকেরা এ সংঘর্ষে জড়ায়। এতে উভয় গ্রুপের অন্তত ১৮ জন আহত হয়েছে বলে দাবি করেন তারা। আহতদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সবুজের অনুসারী লক্ষণ চন্দ্র বর্মণ, বাছির, মুনকির, হিমেল ইমরান খানের অনুসারী শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুজ্জামান রূপককে মারধর করে। পরে এ ঘটনার জের ধরে শাহপরান হলে রাত এগারোটায় দেশীয় অস্ত্রে নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ। এতে অন্তত ১৮ জন আহত হন। আহতরা হলেন মনিরুজ্জামান মনির, সুমন তালুকদার, মৃন্ময় দাস ঝুটন, উজ্জ্বল সাহা, নাহিদ, পিয়াস, মুনকির, ইয়ামিন, পাপলু, শিহাব, আদনান, শামসুল, জাহিদ, জুবায়ের, মনোয়ার হোসেন প্রমুখ।
যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনার সূত্রপাত হয়। আমরা সিনিয়র-জুনিয়রের মধ্যে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলেও বাতি নিভিয়ে হামলা চালানো হয়। ফলে উদ্যোগটি ভণ্ডুল হয়ে যায়।
এ বিষয়ে সাধারণ সম্পাদক ইমরান খানের জানান, যারা সংঘর্ষের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন জানান, রাতের ঘটনায় ছাত্রনেতাদের সাথে ফোনে কথা বলে মীমাংসার চেষ্টা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।