Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১০:৩৬ এএম

রংপুর জেলা সংবাদদাতা : রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫-১৬ জন। বুধবার দিনগত রাত সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ঠাঁকুরগাঁও অভিমুখী ‘রূপসী পরিবহন’র (ঢাকা মেট্রো ব ১১-০৬৭৩) বাসটি পীরগঞ্জ থানাধীন মকিমপুর ফায়ার সার্ভিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলে তিনজন নিহত হন, আহত হন ১৫-১৬ জন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ