Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ হাজার সংখ্যালঘু পরিবারের জমি দখল

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সংবাদ সম্মেলনে সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধে অভিযোগ
স্টাফ রিপোর্টার : ভোলা জেলার মনপুরায় পাঁচ হাজার সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধেই। গতকাল বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কলাতলীরচর হিন্দু ঐক্য পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয় ভূমিদস্যু শঙ্কর বিজয় দাস, মনি গোপাল দাস ও ভবেশ চন্দ্র মজুমদারসহ প্রভাবশালী কিছু হিন্দু নেতারা ওই এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এদের অত্যাচার-নির্যাতনে অনেক হিন্দু পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। সম্ভাবনাময় এই পর্যটন এলাকা এসব লোকদের কারণেই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসছে। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থার কোন কার্যকর ভূমিকা না থাকায় এ অবস্থা বিরাজ করছে।
ঐক্য পরিষদের নেতারা বলেন. স্থানীয় ইউপি চেয়ারম্যান অসহায় এসব হিন্দু পরিবারের সদস্যদের পুনর্বাসনের ব্যবস্থা করলেও ভূমিদস্যুদের কারণে উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। মনপুরার অসহায় এসব সংখ্যালঘুদের রক্ষায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ