বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : আগামীকাল থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে দিনব্যাপী (ওইএসপি-এএএ)-এর সাব-রিজিওনাল কনসালটেশনে অংশ নেয়ার জন্য বায়রার সভাপতি বেনজির আহমদের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল আজ ব্যাংককের উদ্দেশে ঢাকাত্যাগ করছে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছে- বায়রার যুগ্ম মহাসচিব-২ শামীম আহমেদ চৌধুরী নোমান ও সদস্য মোহাম্মদ হাবিবউল্ল্যাহ। জনশক্তি রফতানি সংক্রান্ত কলম্বো প্রসেসের সুপারিশের আলোকে ২০০৮ সালে ম্যানিলায় অনুষ্ঠিত সভায় ওইএসপি-এএএ গঠিত হয়। গত বছর মার্চ মাসে ব্যাংককে এবং ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সভার সুপারিশের ভিত্তিতে আগামীকাল ব্যাংককে জনশক্তি রফতানি সংক্রান্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হচ্ছে। এ পরামর্শ সভায় সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন বায়রার সভাপতি বেনজির আহমেদ। সভায় আগামী নভেম্বর মাসে ঢাকায় একটি রিজিওনাল কনফারেন্স করার প্রস্তাব পেশ করা হবে। যা শ্রমবাজার সম্প্রসারণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হবে বায়রা সভাপতি আশাবাদ ব্যক্ত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।