Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে নৌমন্ত্রী শাজাহান খানকে মন্ত্রীপরিষদ থেকে অপসারণ করুন-ইসলামী ঐক্যজোট

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পরিবহন ধর্মঘটে জনগণের সীমাহীন ভোগান্তি ও জানমালের ক্ষতির জন্য নৌমন্ত্রী শাজাহান খানকে দায়ী করে অবিলম্বে মন্ত্রীপরিষদ থেকে তার অপসারণ দাবি করেছে ইসলামী ঐক্যজোট। গতকাল বাদ যোহর লালবাগস্থ কার্র্যালয়ে দলের এক জরুরী বৈঠকে এ দাবি জানিয়ে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ বলেন, কোন ধরনের পূূর্ব ঘোষণা ছাড়া পরিবহন শ্রমিকদের ধর্র্মঘট ডাকায় জনগণের জান-মালের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার দায়ভার নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকেই নিতে হবে। একাধিক প্রিন্ট ও ইলেকট্র্রনিক মিডিয়া স্বীকার করেছে যে, ধর্মঘটের পেছনে মন্ত্রীর শক্তিশালী ইন্ধন ছিল। তার বাসভবনের মিটিংয়েই ধর্র্মঘটের যাবতীয় সিদ্ধান্ত নেয়া হয়।
নেতৃবৃন্দ বলেন, ইসলামী ঐক্যজোট মনে করে, বহু বিতর্কের জন্মদাতা নৌমন্ত্রী এই ইসু্যুর মাধ্যমে দেশে নৈরাজ্য ও অরাজক পরিবেশ সৃষ্টি করে নিজেকে ক্ষমতাবান ও অবৈধ স্বার্থসিদ্ধি করতে চেয়েছিলেন। গণবিরোধী এ কাজে ইন্ধন দিয়ে তিনি মন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। এই বিতর্কিত ব্যক্তি স্বপদে বহাল থাকলে সরকার এবং জনগণের বিভাজনের রেখা আরো তীব্র্র হবে, যা কারো জন্যই ক্ষতি বৈ কোন মঙ্গল বয়ে আনবে না। আমরা অবিলম্বে নৌমন্ত্রীর শাজাহান খানের অপসারণ দাবি করছি। ধর্মঘটের ইন্ধনদাতা হিসেবে তার বিরুদ্ধে আইনানুুগ ব্যবস্থা গ্রহণ করতঃ ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুুপুুর, মাওলানা জসিম উদ্দিন, অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা শেখ লোকমান হোসাইন, সাংগঠনিক সচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, সহকারী মহাসচিব মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা আলতাফ হোসাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ