Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ে ১০ ভুয়া ডিবি পুলিশ আটক

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকা থেকে ২টি প্রাইভেটকারসহ ১০ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে ডিবি পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
সোনারগাঁ থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, দীর্ঘদিন ধরে সোনারগাঁসহ দেশের বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এই চক্রটি সাধারণ মানুষকে জিম্মি করে নগদ অর্থসহ গাড়ী ও মালামাল হাতিয়ে নিতো। সেই অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরে সোনারগাঁ থানা পুলিশ এ চক্রটিকে ধরার জন্য কাজ করছিল। বুধবার দুপুরে সোনারগাঁ থানার এসআই আব্দুল হকের নেতৃত্বে ফাঁদ পেতে ১০ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়। সোনারগাঁ থানা পুলিশ ফাঁদ হিসেবে একটি বালুর বস্তা নিয়ে লেগুনা যোগে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে কাঁচপুরের দিকে যাচ্ছিল। সোর্সের মাধ্যমে ভুয়া ডিবি পুলিশকে জানানো হয় ওই বস্তায় জমি বিক্রির ৬৫ লক্ষ টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এ খবরে ভুয়া ডিবি পুলিশের চক্রটি (ঢাকা মেট্রো গ-২৫-৯০৬৮ ও ঢাকা মেট্রো চ-১১-৪৭৮৬) দুটি প্রাইভেটকার নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় লেগুনার গতিরোধ করে। এসময় লেগুনাতে সাদা পোশাকে বালুর বস্তা নিয়ে থাকা সোনারগাঁ থানার এএসআই হাবিব ও উদয়কে ওই চক্রটি ডিবি পুলিশ পরিচয় দিয়ে বস্তাসহ নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আগে থেকে ওঁৎপেতে থাকা সোনারগাঁ থানা পুলিশের একাধিক টিম তাদেরকে ঘটনাস্থলে আটক করে। আটককৃতদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাফ, ডিবি পুলিশ লেখা তিনটি পোশাক, পুলিশের ব্যবহৃত দুটি লাঠি, একটি ওয়াকিটকি ও একাধিক ভুয়া ওয়ারেন্টের কাগজ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ