Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফেনী সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু ছাগলনাইয়ায় উদ্ধার

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ফেনী সদর হাসপাতাল থেকে চুরি হওয়া আট মাসের শিশু সন্তান মেহেদী হাসানকে ৭২ ঘণ্টা পর ছাগলনাইয়া থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ১২টায় ছাগলনাইয়ার নাছিরের দীঘি রাস্তার মাথা এলাকার নাঈম উদ্দিন হাজী বাড়ির সামনে থেকে উদ্ধার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। এ সময় উত্তর কুহুমা গ্রামের সেলিম নামের একজনকে আটক করা হয়েছে। এদিকে, শিশু উদ্ধারের খবর শুনে মেহেদী হাসানের স্বজনসহ এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রবিবার রাতে মেহেদী হাসান অসুস্থ হলে পরদিন সোমবার সকালে তার মা মোহছেনা বেগম শিশুটিকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আউটডোরে টিকেট কেটে কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রাকৃতিক ডাকে সাড়া দিতে লাইনে দাঁড়ানো দুই মহিলার কাছে মেহেদীকে দিয়ে শিশুর মা টয়লেটে যায়। টয়লেট থেকে বের হওয়ার আগেই ওই দুই শিশুটিকে নিয়ে উধাও হয়ে যায়। ঘটনার পর পরই পুলিশের পক্ষ থেকে মাইকিং ও পুরো জেলা ব্যাপী শিশুটি উদ্ধারের জন্য জোর তৎপরতা শুরু করে পুলিশ। অবশেষে ৭২ ঘণ্টার মাথায় মোবাইল হ্যাকিং এর মাধ্যমে মঙ্গলবার রাত পৌনে ১২টায় হাসপাতাল থেকে চুরি হওয়া শিশুটিকে ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরীর নেতৃত্বে পুলিশ উপজেলার নাছিরা দিঘীর রাস্তার মাথা নামক এলাকার বাসিন্দা সেলিমের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। শিশু মেহেদী হাসানের বাবা চা বিক্রেতা জসিম উদ্দিনের সঙ্গে ছাগলনাইয়ার বাঁশপাড়া মজুমদার ফিলিং স্টেশন এলাকায় কাজ করে সেলিম। ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ