Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

পলাশের চরসিন্দুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু তাহের এখন লাল দালানে

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : প্রতারণা করে ২০ লক্ষ টাকা আত্মসাৎ করার ঘটনায় পলাশের চরসিন্দুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। একই স্কুলের সহকারী শিক্ষক মোঃ আলী হোসেন মোল্লা দায়েরকৃত অর্থ আত্মসাৎ মামলায় গতকাল বুধবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ বিচারক মনিষা রায় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। শিবপুর উপজেলার বাজনাব গ্রামের আব্দুল ওয়াহাব মোল্লার পুত্র একই স্কুলের সহকারী শিক্ষক মোঃ আলী হোসেন মোল্লা, শিবপুর থানার খড়িয়া গ্রামের মো: ফজলুল হক প্রধানের পুত্র চরসিন্দুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহেরের বিরুদ্ধে এই মর্মে পলাশ থানায় একটি মামলা দায়ের করে যে, প্রধান শিক্ষক মোঃ আবু তাহের একজন প্রতারক। তিনি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে সকল শিক্ষকের সাথেই তার একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের সুযোগ নিয়ে প্রধান শিক্ষক মোঃ আবু তাহের শিক্ষকদেরকে জানায় যে, তিনি চরসিন্দুর বহুমুখী উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ করে দিতে পারবেন। এ জন্যে তার টাকার দরকার। এতে স্কুলের যেমন উপকার হবে শিক্ষকদেরও উপকার হবে। সুফল ভোগ করবে এলাকাবাসী। প্রধান শিক্ষকের কথায় সকল শিক্ষকরা তার প্রতি আস্থা স্থাপন করে। একদিন সহকারী শিক্ষক মোঃ আলী হোসেন মোল্লা তাকে নগদ ৭০ হাজার টাকা প্রদান করে। এমনইভাবে তিনি অন্যান্য শিক্ষকদের নিকট থেকে বিদ্যালয় সরকারীকরণ কথা বলে নগদ ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক মোঃ আবু তাহের বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার বক্তব্য এবং প্রতিপক্ষের এজাহার ও বক্তব্যের ভিত্তিতে তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ