Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেল গেইট থেকে নিখোঁজ আট মামলার আসামি

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকার পৈরতলার আকবর আলীর ছেলে এরশাদ মিয়ার খোঁজ মিলছে না দু’দিন ধরে। মঙ্গলবার সকালে তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পর সেখান থেকে সাদা পোশাকের লোকজন তাকে ধরে নিয়ে যায় বলে পরিবারের লোকজনের অভিযোগ করে। তবে বুধবার বিকেল নাগাদ এ বিষয়ে কোথাও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
এরশাদের স্ত্রী রহিমা অভিযোগ করেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে এরশাদ জেলখানার মূল ফটকে এসে তার সঙ্গে থাকা একটি ব্যাগ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এরই মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে জেলখানার মূল গেইট দিয়ে বেরুনোর পরপরই অপেক্ষারত একটি সাদা নোহা গাড়িতে থাকা ছয়জন লোক এরশাদকে চোখ বেঁধে ধরে নিয়ে যায়। এরপর থেকে তারা বিভিন্ন জায়গায় খোঁজ করেও এরশাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের লোকজন তাকে ধরে নিয়ে গেছেন তিনি অভিযোগ করেন। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করছেন। ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মফিজ উদ্দিন জানান, জেল গেট থেকে কাউকে আটকের কোনো খবর তার কাছে নেই। তবে এরশাদের পরিবারের লোকজন বুধবার সকালে এসে এ ধরনের কথা জানিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ