বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে ছেলেকে মারতে দেখে মারা গেলেন পিতা। গতকাল (বুধবার) বেলা ১২টায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রীফতলা গ্রামের শামছু মিয়ার সাথে প্রতিবেশী বয়োবৃদ্ধ খোরশেদ আলীর ছেলে আরিফুল ইসলাম রাজুর সাথে নির্মাণাধীন একটি রাস্তা নিয়ে কথাকাটা কাটি হয়। একপর্যায়ে ইউপি সদস্য শামছু মিয়া রাজুকে চড়থাপ্পর মারতে থাকে এ দৃশ্য দেখে বাবা খোরশেদ আলী (৭০) ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকার লোকজন খোরশেদ আলীকে উদ্ধার করে বাড়িতে নেয়ার পথে মারা যান।
বিষয়টি নিয়ে ইউপি সদস্য শামছু মিয়া জানান, আঠারবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শ্রীফলতলা গ্রামের লাল মিয়ার বাড়ি থেকে দৌলত ব্যাপারীর বাড়ি পর্যন্ত চলতি কর্মসৃজন কর্মসূচির প্রকল্পে একটি নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে। ওই রাস্তার কিছু অংশ খোরশেদ আলীর জমিতে পরে। রাস্তার ওই অংশটি নিয়ে ইউপি সদস্য ও খোরশেদ আলীর ছেলের সাথে বাকবিতÐা হয়। ওই সময় রাজুকে তিনি একটু ধাক্কা দেন। ওই সময় তার পিতা খোরশেদ আলী মাটিতে পরে যান। ঘণ্টাখানিক পরে তিনি মারা যান।
খোরশেদ আলীর ছেলে আরিফুল ইসলাম রাজু জানায়, রাস্তাটি নিয়ে ইউপি সদস্যের সাথে কথাকাটা কাটির এক পর্যায়ে ইউপি সদস্য তাকে চড়থাপ্পর মারতে থাকে। এ দৃশ্য দেখার পর তার বাবা খোরশেদ আলী ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে বাড়ি নেয়ার পথে তিনি মারা যান।
আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, রাস্তাটি নিয়ে ইউপি সদস্যের সাথে কথাকাটা কাটির এক পর্যায়ে ইউপি সদস্য ছেলেকে চড়থাপ্পর মারলে বৃদ্ধ জ্ঞান হারিয়ে মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।