বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : পুলিশের কাছে কখনো বড় অফিসার কখনো কলিগ পরিচয় দিয়ে প্রতারণা করা দু’জনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশ। তারা হলো জেলার সদর উপজেলার মজলিশপুরের কদু খাঁর ছেলে মো. ইলিয়াছ ও বিজয়নগর উপজেলার চর ইসলামপুরের কালা মিয়ার ছেলে মো. জাকির হোসেন।
মাস খানেক ধরে তারা ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকজন পুলিশের কাছে ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে ফোন দেয়। এখনো ডিআইজি কখনো সহকর্মী সেজে ফোন দেয়। বিষয়টি নজরে এলে তৎপর হয় পুলিশ প্রশাসন। পরে হেডকোয়াটারের প্রযুক্তির ব্যবহার করে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবি’র ওসি মফিজ উদ্দিন ভ‚ঁইয়া জানান, একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশের কাছে ডিআইজি পরিচয়ে ফোন দেয়। তিন-চারদিন আগে তাঁকে ফোন করলে বিষয়টি সন্দেহ হয়। এর আগে সে কনস্টেবল সজল দাসের পরিবারের কাছ থেকে প্রতারণা মাধ্যমে টাকা আদায় করে। এ অবস্থায় পুলিশ হেডকোয়াটারের প্রযুক্তির সহায়তার তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সজল দাস বাদি হয়ে বুধবার সদর থানায় মামলা দায়ের করেছেন। তিনি জানান, টাকা হাতিয়ে নিতে প্রতারকরা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।