বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশরাফুল ইসলাম নূর, খুলনা থেকে : দেশব্যাপী পরিবহন ধর্মঘটের সর্বাধিক নেতিবাচক প্রভাব পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। টানা চারদিনের পরিবহন ধর্মঘটে নিরুপায় হয়ে ট্রেন ও নৌপথ বেছে নেয় যাত্রীরা। আর মাত্রাতিরিক্ত জনসমাগমের চাপে ট্রেন ও লঞ্চের যাত্রীদেরও পড়তে হয় চরম দুর্ভোগে। খুলনা থেকে ১২ ঘণ্টা দাঁড়িয়ে ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেছে ঢাকা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে। মাত্রাতিরিক্ত যাত্রী উঠেছে লঞ্চেও। সড়ক পথে ধর্মঘটের দুর্দশাগ্রস্ত যাত্রীরা জীবনবাজী রেখে গত চারদিন খুলনা থেকে যাতায়াত করেছে। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসকরা গত ২৪ ও ২৫ ফেব্রæয়ারি সাপ্তাহিক ছুটিতে সুন্দরবন ভ্রমণে আসেন খুলনাঞ্চলে। ভ্রমণ টীমের ৬৫ জনের সদস্যর মধ্যে ১৫ জন বিদেশীও ছিলেন। গত ২৬ ফেব্রæয়ারি তাদের ফিরে যাবার জন্য বাসের অগ্রিম টিকিট বুকিং ছিল। কিন্তু সেদিন (২৬ ফেব্রæয়ারি) থেকে ঘোষণা ছাড়াই খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট থাকায় তারা ফিরে যেতে পারেননি। কোন হোটেলে সিট না পেয়ে ওই ৬৫ সদস্যের ভ্রমণ টীম দু’দিন নৌ-যানেই কাটিয়েছে। গতকাল বুধবার সকালে খুলনা রেল স্টেশনে চিত্রা ট্রেনে তারা রওনা হন; তাও অতিরিক্ত যাত্রী হয়েই। সুন্দরবন ডিসকভারী সিইও মনিরুজ্জামান জানান, পূর্ব নির্ধারিতভাবে বিদেশীসহ ৬৫ জন যাত্রী নিয়ে খুলনা লঞ্চঘাটে তারা বসা ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।