Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মঘটের নেপথ্যে শাজাহান খান ও একজন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনের চিন্তা অবাস্তব -গয়েশ্বর
স্টাফ রিপোর্টার : পরিবহন ধর্মঘটের নেপথ্যে সরকারের নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ একজন প্রতিমন্ত্রী’র মদদ রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল বুধবার দুপুরে এক আলোচনা সভায় দলটির  নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে ২০০৯ সালে ২৫ ও ২৬  ফেব্রুয়ারি পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা শুনেছেন, এ পরিবহন ধর্মঘটের পেছনে যিনি মদদ যোগাচ্ছেন তিনি হচ্ছেন এ সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। শুধু তিনি (মন্ত্রী) নন, তার সঙ্গে একজন প্রতিমন্ত্রীও রয়েছেন। তারা তাদের স্বার্থকে হাসিলের জন্যে এই ধরনের অরাজক অবস্থা তৈরি করেছে। সেটাতে জনগণ দুর্ভোগের মধ্যে পড়ে।
মঙ্গলবার থেকে চলমান পরিবহন ধর্মঘটের কারণে জনদুর্ভোগের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে সকালে আমি উত্তরা থেকে অনুষ্ঠানস্থলে আসছিলাম। কোনো বাস চলছে না, পাবলিক যানবাহন নেই। অসম্ভব কষ্ট মানুষের, হেঁটে হেঁটে মহিলারা পর্যন্ত রাস্তা-ঘাটে চলছেন। খবর পেয়েছি, গাবতলীতে একজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
মির্জা ফখরুল বলেন, আজকে  গোটা  দেশে সরকার বলতে কিছু আছে বলে মনে হয় না। আছে একটা দখলদার বাহিনীর মতো, জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার নেই। সমগ্র দেশের মানুষ আজকে চরম অস্থিতিশীল ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সমস্যা সমাধান করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, যেখানে গ্যাস কোম্পানিগুলো মুনাফা করছে, সেখানে গ্যাসের দাম বাড়ানোর কোনো অযৌক্তিক কারণ নেই। উদ্দেশ্য একটাই, গ্যাসের দাম বাড়িয়ে এলএমজি আমদানি করবেন এবং তা তাদের লোকেরা বিক্রি করবে। সেভাবে তারা আরেকটি লাইসেন্স নেয়ার জন্য এটা করেছে।
পিলখানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিডিআর’র পিলখানার ঘটনার দিনটি জাতির জন্য কলঙ্কময় দিন। আমরা বলতে চাই, পিলখানার ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।
একই অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর বিদ্রোহের রহস্য উদঘাটন করবে। হত্যাকান্ডের রহস্য চাপা থাকবে না। যখন নির্বাচিত সরকার আসবে সেই সরকার অবশ্যই বিডিআর হত্যার রহস্য উদঘাটন করতে পারবে। তখন প্রমাণিত হবে এর সঙ্গে কে বা কারা জড়িত ছিল।
বিডিআর বিদ্রোহের জন্য তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে দায়ী করে তিনি বলেন, ‘মইন হলো এই হত্যাকান্ডের মূল নায়ক। সরকারের নির্দেশে সেদিন সেনাবাহিনী বিডিআরদের রক্ষার জন্য যায়নি।’
আগামী নির্বাচন এবং নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর এখন আবার নতুন করে সুর তুলেছে যে, এই সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে যাইনি। ভবিষ্যতেও নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছাড়া সরকার নির্বাচন করতে চায়, অভিযোগ করে দলটির এই নীতিনির্ধারক বলেন, তিনি (খালেদা জিয়া) এমন কী অপরাধ করেছেন  যে, তার সাজা হবে? তিনি নির্বাচন করতে পারবেন না? আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনের চিন্তা অবাস্তব।
স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান, তৎকালীন বিডিআর’র দায়িত্ব পালনরত লে. কর্ণেল (অব.) কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ