Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওলি-আউলিয়াগণের ফয়েজ ও বরকত অর্জন করুন

উদ্বোধনী বয়ানে মৌকারা পীর সাহেব

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লার নাঙ্গলকোটে লাখো ধর্মপ্রাণ আশেকান, ভক্ত, মুরিদান ও মুসল্লীদের উদ্দেশে মৌকারা দরবারের পীর সাহেব আমিরুস সালেকীন আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ নেছারউদ্দীন ওয়ালীউল্লাহী বলেছেন আল্লাহ ও রাসুল (সা:)-এর সন্তুষ্টি অর্জন করতে হলে জীবনের প্রতিটি স্তরে সুন্নিয়াতের আদর্শকে লালন করতে হবে। এদেশ ওলী-আউলিয়া, পীর-মাশায়াখের দেশ।
এই বাংলার জমিনে তাদের পবিত্র পদচারণা না ঘটলে আমরা মুসলমান হতে পারতাম না। তাঁরা মানুষকে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলার উপদেশ দিয়ে গেছেন, ত্বরিকা চর্চার কথা বলেছেন, ঈমান, আকিদা মজবুত করার কথা বলেছেন। তাই ত্বরিকতের মাধ্যমে আমাদেরকে ওলি-আউলিয়াগণের ফয়েজ ও বরকত অর্জন করতে হবে। গতকাল মৌকারা দরবার শরীফের মরহুম পীর সাহেব শাহসুফি আলহাজ মাওলানা মুহাম্মদ অলিউল্যাহ (রহ.)-এর ১১ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে দরবার সংলগ্ন দারুচ্ছুন্নাত ওয়ালিয়া কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত ৭১তম ইসালে সওয়াব মাহফিলের প্রথমদিনের উদ্বোধনী বয়ানে তিনি এসব কথা বলেন। মাগরিব নামাজ শেষে উপস্থিত ভক্ত, আশেকান, মুরিদানদের। তালিম শেষে পীর সাহেব আরও উদ্বোধনী বয়ানে বলেন, আল্লাহ ও রাসুলের রেজামন্দি থেকে তারাই নিরাশ হবেন না যারা ঈমান, আমল ও আকিদা অনুযায়ী জীবন পরিচালনা করেছেন। তারাই আল্লাহর সন্তুষ্টি লাভের অধিকারী হবেন যারা সুন্নত ও ত্বরিকা অনুযায়ী আমল ইবাদত করেছেন। তাই নিজেদের আত্মশুদ্ধির জন্য ত্বরিকা চর্চা করতে হবে। ইসালে সওয়াব, ইসতিমদাদে রূহানীতে বিশ্বাস করতে হবে। এক শ্রেণীর লোক রয়েছে যারা আউলিয়ায়ে কিরামের ইছালে সাওয়াবে খুশি হয় না। তারা চায় আউলিয়ায়ে কিরামের স্মৃতিচিহ্নও মুছে দিতে। আমাদেরকে ওইসব শ্রেণীর লোকদের ব্যাপারে সবসময় সতর্ক ও সচেতন থাকতে হবে। আমীরুস সালেকীন নেছারউদ্দীন ওয়ালীউল্লাহী আরও বলেন, দ্বীনের খেদমত ও সর্বত্র ইসলামের হকধারা প্রতিষ্ঠায় ঈমান আকিদা মজবুত করে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে মুসলমানদের ঐক্য গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবার ইসলামী মূল্যবোধের আলোকে গড়ে উঠতে পারলে সমাজ থেকে সকল অশান্তি অস্থিরতা দূর হবে। পীর সাহেব বলেন, এ দরবারের প্রতিষ্ঠাতা শাহসুফি আলহাজ মাওলানা মুহাম্মদ অলিউল্যাহ (রহ.) একজন উঁচুস্তরের আল্লাহর অলী ছিলেন। তিনি ব্যক্তিগত আমল-অজিফা ও ইবাদত বন্দেগীর পাশাপাশি মানুষকে হেদায়েতের পথে, সুন্নিয়াতের পথে আসার দিশা দিয়েছিলেন।
কুমিল্লা জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আহসানুল করীম আল আযহারির সঞ্চালনায় এশার নামাজ শেষে শুরু হয় আলেম ওলামায়ে কেরামদের নুরানী বয়ান। চলে রাত ব্যাপী। মাহফিলের প্রথমদিন স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রসালেকীনের কেন্দ্রিয় সভাপতি আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ মাসউদ। গুরুত্বপূর্ণ বয়ান করেন চট্টগ্রামের জামেয়ায়ে আহমদীয়া সুন্নিয়ার মুহাদ্দিস আলহাজ মাওলানা আশরাফুজ্জামান আলকাদেরী, ঢাকা মহাখালী দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস পীরজাদা আলহাজ মুফতি মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. মোখলেছুর রহমান, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল, একই মাদরাসার উপাধ্যক্ষ (বালিকা শাখা) আলহাজ মাওলানা মুহাম্মদ মুজির উদ্দিন, মৌকারা কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ ইলিয়াস এসলাহী, চাঁদপুর বালিথুবা দরবারের পীর সাহেব আলহাজ মাওলানা মুমিনুল হক, আলহাজ মাওলানা হোসাইন আহাম্মদ-পীর সাহেব সোনাকান্দা ও হাফেজ মাওলানা আবু হানিফ আনোয়ারি প্রমুখ। এদিকে আজ বৃহস্পতিবার মাহফিলের দ্বিতীয়দিন সকাল দশটায় বাংলাদেশ আনজুমানে ছাত্রসালেকিনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্মেলন ও বাদ জোহর প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। আগামীকাল শুত্রবার বাদ ফজর অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত। মৌকারা দরবারের পীর সাহেব আলহাজ শাহ মুহাম্মদ নেছারউদ্দিন ওয়ালীউল্লাহী আখেরী মোনাজাত পরিচালনা করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ