Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ধারাবাহিক নাটক ঝামেলা আনলিমিটেড

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিডেট’। আহসান আলমগীরের রচনা ও শামীম জামানের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মামুনূর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, শামীম জামান, ফারুক আহম্মেদ, মোশাররফ করিম, আ.খ.ম হাসান, তারেক স্বপন, নয়ন, প্রভা, সোনিয়া হোসেন, ইফফাত ত্রিশা, শৈলী, সেলিনা আফ্রি, আমানুল হক হেলাল, কোল্লান কোরাইয়া প্রমুখ। রফিকুল ইসলামের প্রযোজনায় নাটকটি প্রচার হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার  রাত ৯.৫০ মিনিটে। নাটকে দেখা যাবে, রহমান সাহেব একজন সাধারণ মানুষ, একটি বাড়ির মালিক, তার সন্তানাদি নাই। তার স্ত্রী শাহানা একটু কড়া মেজাজের মানুষ। তাদের সন্তানাদি না থাকায় বেশ কিছু মানুষ যেমন সবুজ, মিজান, কফিল, অন্যন্যা, গোধূলি এবং সোবহান এরা এই বাড়িতে মোটামুটি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। মূলত রহমান সাহেবের ¯েœহভাজন তারা। এই বাড়িতে তারা বসবাস করে আর শুধু শুধু একের পর এক ঝামেলা পাকায়। এমন ঝামেলা করে সবাই, শাহানা চরম বিরক্ত হয়ে সবাইকে বাড়ি থেকে বের করে দিতে চায়। কিন্তু রহমান সাহেব স্ত্রীকে বলেন, এরাই তো আমাদের সন্তান, এই ছেলে-মেয়েগুলো যাবে কোথায়, এরা আছে বলেই তো আমাদের সস্তানের অভাব পূরণ হচ্ছে। এদিকে বাড়িতে একটা ঝামেলা শেষ হতে না হতেই আরেকটা ঝামেলা শুরু হয়। এভাবেই চলতে থাকে ঝামেলা আনলিমিটেড নাটকের গল্প।




 

Show all comments
  • Ekbal Hossain ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ৮:৩৩ পিএম says : 0
    ঝামেলা আনলিমিটেড নাটকে মোট কয়টা পর্ব আছে? নাটকটা কি শেষ হয়ে গিয়েছে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ